রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন

ভারতের রিক্সাচালককে তিন কোটি রুপি দেওয়ার নোটিশ আয়কর বিভাগের!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে এক রিক্সাচালককে আয়কর বাবদ তিন কোটিরও বেশি রুপি দেওয়ার নোটিশ দিয়েছে দেশটির আয়কর দপ্তর।

ভারতের উত্তরপ্রদেশের মথুরার বাকালপুর এলাকার বাসিন্দা প্রতাপ সিংহ এ নোটিশ পেয়ে যারপরনাই অবাক হন। খবর এনডিটিভির।

সম্প্রতি আয়কর দপ্ত থেকে ওই নোটিশ পেয়েছেন তিনি। সেখানে বলা হয়েছে, তিন কোটি টাকা আয়কর হিসাবে দিতে হবে তাকে।

তা দেখেই মাথায় হাত প্রতাপের। লেখাপড়া নাজানা প্রতাপ দ্বারস্থ হয়েছেন পুলিশের।

আয়কর দপ্তরের নির্দেশ পাওয়ার প্রতাপ গিয়েছিলেন হাইওয়ে থানায়। পুলিশ তার অভিযোগ শুনলেও তা নিয়ে কোনও ব্যবস্থা গ্রহণ করেরি।

ওই থানার ওসি অনুজ কুমার বলেছেন, এ বিষয়ে কোনও মামলা দায়ের হয়নি। কিন্তু বিষয়টি পুলিশ দেখছে। নেটমাধ্যমে একটি ভিডিও আপলোড করেছেন ওই রিক্সাচালক।

সেই ভিডিওতে প্রতাপ জানিয়েছেন, বাকালপুরে একটি প্যান কার্ডের জন্য আবেদন করেছিলেন তিনি। তিন মাস ছোটাছুটির পর তা হাতে পান। প্যান কার্ডের রঙিন ফোটোকপি ব্যাঙ্কেও জমা দিয়েছিলেন।

১৯ অক্টোবর আয়কর বিভাগের অফিসারের কাছ থেকে ফোন আসে বলে জানিয়েছেন প্রতাপ। তখনই তাকে ওই নির্দেশের কথা জানানো হয়।

আয়কর বিভাগের পাঠানো নির্দেশে ওই রিক্সাচালককে তিন কোটি ৪৭ লাখ ৫৪ হাজার ৮৯৬ টাকা দিতে বলা হয়েছে।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD