বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা সর্তসাপেক্ষ তুলে নিলো ভারত। ফলে আগামীকাল বুধবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে দেশে পেঁয়াজ আমদানি পুনরায় শুরু হবে।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক হারুন উর রশিদ হারুন জানিয়েছেন, পূর্বের খোলা ঋণপত্রের বিপরীতে সীমান্তের ওপারে আটকে পড়া যেসব পেঁয়াজবোঝাই ট্রাকের এক্সপোর্টের অনুমতি মিলেছে অথচ বাংলাদেশে প্রবেশ করতে পারেনি সেসমস্ত পেঁয়াজবোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করতে পারবে।
তিনি আরও জানান, ভারতের দিল্লিতে ব্যবসায়ীদের সঙ্গে সরকারি পর্যায়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ভারতীয় ব্যবসায়ীদের বরাত দিয়ে জানিয়েছেন দেশের পেঁয়াজ আমদানিকারকরা।
এদিকে আমদানিকারকরা জানিয়েছেন, হিলি স্থলবন্দরের সীমান্তের ওপারে প্রায় দেড় শতাধিক পেঁয়াজবোঝাই ট্রাক দেশে প্রবেশের অপেক্ষায় আটকা পড়ে আছে।
লাইটনিউজ