ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ময়মনসিংহ জেলা শাখা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে পুলিশি প্রহরায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় বক্তব্য রাখেন- সংগঠনটির ময়মনসিংহ শাখার প্রধান উপদেষ্টা আবুল বাশার, উপদেষ্টা ঝুনুরঞ্জন দাস, নুরুজ্জামান ও সদস্য কামরান ইসলাম। এতে প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশ নেন।
মানববন্ধন শেষে ছাত্র নেতারা বিক্ষোভ মিছিল করতে চাইলে তাদের বাধা দিয়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, শান্তিপূর্ণভাবে ছাত্রদের মানববন্ধন কর্মসূচি পালন করতে দেওয়া হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কোনো বিক্ষোভ মিছিল করতে দেওয়া হয়নি।
লাইটনিউজ