শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:২১ পূর্বাহ্ন

মধ্যরাতে প্রাক্তনকে অর্জুনের কল, খোঁচা দিলেন মালাইকা!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

দীর্ঘ ৬ বছরের সম্পর্ক ছেদ করে এখন ‘সিংগেল লাইফ’ কাটাচ্ছেন বলিউডের দুই চর্চিত তারকা মালাইকা আরোরা ও অর্জুন কাপুর। তাদের এই সম্পর্ক টিকিয়ে রাখতে নাকি শেষ পর্যন্ত চেষ্টা করে গেছেন অর্জুন। এরই মধ্যে জানা গেল, প্রাক্তনকে মধ্যরাতে ফোন কল করেছিলেন অভিনেতা! সেটি নিয়ে আবার অর্জুনকে ইঙ্গিত করে খোঁচাও দিয়েছেন মালাইকা!

সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়েছিলেন অর্জুন। সেখানে এক প্রশ্নের উত্তরে অর্জুন জানালেন, কিছু না ভেবেই একবার রাত তিনটার দিকে প্রাক্তন প্রেমিকাকে ফোন করেছিলেন। সেই ফোনকলে দীর্ঘ সময়ও নাকি কথা বলেছিলেন অর্জুন। অবশ্য এ ঘটনার কথা বললেও সেই প্রাক্তনের নাম গোপন রেখেছিলেন অর্জুন।

কিন্তু রহস্যজনক ব্যাপার হলো, এই পডকাস্ট সম্প্রচার হওয়ার পরেই সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন মালাইকা। সেই পোস্টে অর্জুনকে খোঁচা দেন অভিনেত্রী- এমনটাই মত নেটিজেনদের।

মালাইকা তার ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘আমাকে যারা ভালোবাসেন না, তাদের নিয়ে চিন্তা করার সময় নেই। আমাকে যারা ভালোবাসে, তাদের নিয়েই থাকতে চাই।’

তবে নেটিজেনরা এও ধারণা করছেন, অর্জুনের সঙ্গে ব্রেকাপের পর হয়তোবা নতুন সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছেন মালাইকা; যা আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিলেন অভিনেত্রী।

যদিও অর্জুন কাপুর সরাসরি নিজেকে ‘সিংগেল’ দাবি করলেও এখনও স্পষ্টভাবে মুখ খোলেননি মালাইকা। যদিও সেই আকার-ইঙ্গিতেই সামাজিক মাধ্যমে বোঝানোর চেষ্টা করেন যে তিনি ‘সিংগেল’।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD