সোমবার, ১৬ জুন ২০২৫, ০৯:৫২ পূর্বাহ্ন

মব সৃষ্টির বিরুদ্ধে ডিএমপি ‘জিরো টলারেন্স’: ডিসি রমনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫

রাজধানীর বিভিন্ন এলাকায় মব সৃষ্টির বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশ জিরো টলারেন্স নীতিতে আছে বলে জানিয়েছেন রমনা পুলিশের ডিসি মাসুদ আলম।

বুধবার (২১ মে) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ডিসি মাসুদ বলেন, মব সৃষ্টির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স। কারণ আইজিপি ও ডিএমপির কড়া নির্দেশ কোনো মব সৃষ্টি করতে দেওয়া যাবে না।

সোমবার রাতে ধানমন্ডিতে মব সৃষ্টি করে গোলাম মোস্তফা নামের এক ব্যক্তির বাসায় ভাঙচুরের ঘটনায় তিন সমন্বয়ককে আটকের পর ছেড়ে দেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভবিষ্যতে আর মব সৃষ্টি বা এ ধরনের কাজ করবেন না বলে আটককৃত তিনজন মুচলেকা দিয়েছেন। পরে তাদের পুলিশ ছেড়ে দেয়।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD