বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৪:০৩ পূর্বাহ্ন

মসজিদের ইমাম করোনা আক্রান্ত, এলাকা লকডাউন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

নরসিংদীর পলাশ উপজেলায় এক মসজিদের ইমাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরপর প্রশাসনের পক্ষ থেকে পুরো এলাকা লকডাউন করা হয়েছে। সোমবার রাত ১০টার দিকে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও নরসিংদী করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আক্রান্ত ব্যক্তি নারায়ণগঞ্জ জেলায় একটি মসজিদে ইমামতি করতেন। তার বাড়ি নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গার ইসলামপুর গ্রামে।

তার করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়ে নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটনের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল ঘটনাস্থলে যায়।

আজ যেকোনো সময় করোনা আক্রান্ত ওই ব্যক্তিকে প্রাতিষ্ঠানিক আইসুলেশনে নেয়া হবে বলেও জানান অতিরিক্ত জেলা প্রশাসক ।

নরসিংদী করোনা প্রতিরোধ জরুরি সেল সূত্রে জানা যায়, করোনা উপসর্গ দেখা দেয়ায় ওই ব্যক্তি নিজেই ৫ এপ্রিল ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা দিয়ে আসেন। সোমবার তার রিপোর্ট পজেটিভ আসে।

নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটনের নেতৃত্বে চিকিৎসক ও নরসিংদীর করোনা প্রতিরোধ জরুরি সেলের লোকজন ও পুলিশ ঘটনাস্থলে গেছেন। তার শারীরিক পরিস্থিতি ভালো। মঙ্গলবার তাকে প্রাতিষ্ঠানিক আইসুলেশনে নেয়া হবে।

লাইটনিউজ/এসআই

 

Please Share This Post in Your Social Media

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD