বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম সোনম কাপুর। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই তারকা বিশ্ব ফ্যাশন আইকনদের একজন। ২০০৭ সালের ‘সাওয়ারিয়া’ থেকে শুরু করে ‘দিল্লি সিক্স’, ‘রানঝানা’, ‘নীরজা’, ‘আয়েশা’, ‘খুবসুরত’, ‘সঞ্জু’— তার ঝুলিতে সফল ছবির সংখ্যা কম নয়। আজ (৯ জুন) ৩৫ বছরে পা দিয়েছেন এই তারকা।
স্বামী আনন্দ আহুজার সঙ্গে নিউইয়র্কে থাকেন সোনম কাপুর। কিন্তু বাবা-মায়ের কথা চিন্তা করে ভারতে লকডাউন শুরু হওয়ার একদিন আগে স্বামীকে নিয়ে মুম্বাই আসেন বলিউডের এই অভিনেত্রী। এরপর থেকে শ্বশুর বাড়িতেই ছিলেন তিনি।
জন্মদিনের একদিন আগে বাবার বাড়িতে চলে আসেন সোনম কাপুর। সেখানেই মধ্যরাতে তার জন্মদিন উপলক্ষে ছোট একটি আয়োজন করেছিলো তার পরিবারের সদস্যরা। একসঙ্গে বেশ কয়েকটি কেক কেটে বিশেষ দিনটি উদযাপন করেছেন তিনি।
জন্মদিনে স্বামীকে ধন্যবাদ জানিয়ে সোনম কাপুর লিখেছেন- “এই পৃথিবীর সেরা স্বামী তুমি। সত্যি আমার যা প্রয়োজন তা সবকিছুই দিয়েছো আমাকে। এই জন্মদিনে তুমি আমার জন্য আশীর্বাদ। ভালোবাসি তোমাকে।”