রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫৯ অপরাহ্ন

মাদ্রিদ গেলেন দেশে আটকে পড়া ২৭৩ প্রবাসী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২০

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের আগে বাংলাদেশে এসে আটকে পড়েছেন ইউরোপের বিভিন্ন দেশে কর্মরত প্রায় সহস্রাধিক প্রবাসী। তাদের মধ্যে ২৭৩ জনকে নিয়ে স্পেনের মাদ্রিদের উদ্দেশ্যে রওনা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট।

শুক্রবার সকাল ৮টা ৩৫ মিনিটে বিশেষ এই ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাদ্রিদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-পিআর) তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইট থেকে জানা গেছে, ফ্লাইটের যাত্রীরা স্পেনের রেসিডেন্ট কার্ড পাওয়া প্রবাসী বাংলাদেশি। ছুটি শেষ হওয়ায় তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেশে ফেরার আবেদন করেন। মন্ত্রণালয়ের দেয়া তালিকা অনুযায়ী তাদের জন্য বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়। বিশেষ এই ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে মাদ্রিদে অবতরণ করবে। ফ্লাইটের ইকোনমি প্যাসেঞ্জারের কাছ থেকে ৯০ হাজার ও বিজনেস ক্লাসের জন্য ১ লাখ ৩০ হাজার টাকা ভাড়া ধরা হয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD