৯১ ক্রীড়াবিদকে আর্থিক সহায়তা দিয়েছেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেটের এই সুপারস্টার মানবিক সহায়তা নিয়ে শুধু ক্রীড়াঙ্গনের অভাবী মানুষের পাশেই দাঁড়াননি। অনুপ্রেরণা যুগিয়ে গেছেন সামর্থ্যবান ক্রীড়াবিদদের অনেককে। তাদের একজন বাংলাদেশের তারকা ফুটবলার তপু বর্মন।
তামিমের দেখানো পথে হেঁটে জাতীয় ফুটবল দলের রক্ষণভাগের ফুটবলার তপু বর্মন করোনাভাইরাস লকডাউনের মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন নারায়ণগঞ্জের ১৯ মেয়ে ফুটবলারের কাছে। শুক্রবার (১ মে) তপুর তরফ থেকে চাল, ডাল, আটা, তেল, লবণ, আলু ও পেঁয়াজসহ দুই সপ্তাহের নিত্য পণ্যের উপহার পৌঁছে দেন বাফুফের কম্পিটিশন বিভাগের সহকারী প্রধান হাসান মাহমুদ।
মেয়ে ফুটবলারদের সঙ্গে ২০০ দুস্থ ও অভাবী পরিবারকে আর্থিক সহায়তাও দিয়েছেন বসুন্ধরা কিংসের খেলোয়াড় তপু বর্মন। পরিবারগুলোতে এক সপ্তাহের জন্য খাদ্য পণ্য কেনার টাকা দিয়েছেন তিনি সিদ্ধিরগঞ্জের স্থানীয় ওয়ার্ড কমিশনারের মাধ্যমে।
লাইট নিউজ