রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:৩১ অপরাহ্ন

মালদ্বীপ গেল বিমানবাহিনীর উড়োজাহাজ, উপহার সামগ্রী ও ১১ চিকিৎসক নিয়ে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২০

 

করোনাভাইরাস পরিস্থিতির কারণে মালদ্বীপে কর্মস্থলে যোগদান করতে না পারা ১১ বাংলাদেশি চিকিৎসক এবং উপহার হিসেবে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে শনিবার বাংলাদেশ বিমানবাহিনীর একটি সি-১৩০বি উড়োজাহাজ ঢাকা থেকে মালদ্বীপ রওনা হয়েছে।

বিমানবাহিনীর ১৯ জন ক্রুর সমন্বয়ে গঠিত মিশনের নেতৃত্ব দিচ্ছেন এয়ার কমোডর এমএ আউয়াল হোসেন।

বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মসিহুজ্জামান সেরনিয়াবাত মিশনটি সম্পাদনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন বলে আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ জানান।

এ সময় সহকারী চিফ অব এয়ার স্টাফ (অপারেশন্স) এয়ার ভাইস মার্শাল এম আবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ সশস্ত্র বাহিনী করোনাভাইরাস প্রতিরোধকল্পে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত নীতিমালা অনুসরন করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায়, বাংলাদেশ সরকারের পক্ষ হতে বন্ধুত্বের নিদর্শনস্বরুপ বিমান বাহিনীর একটি সি-১৩০বি পরিবহন বিমানের মাধ্যমে মালদ্বীপে কর্মরত ১১ জন বাংলাদেশি ডাক্তার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি শুভেচ্ছা উপহার হিসেবে মালদ্বীপে পোঁছে দেয়া হচ্ছে।

বৈশ্বিক এই ক্রান্তিকালে একে অপরকে সহযোগীতার মাধ্যমে বাংলাদেশ ভ্রাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD