চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে মালদীপ যাবেন জনপ্রিয় নায়ক শাকিব খান। ‘নবাব এলএলবি’ ছবির শুটিং করতে মালদ্বীপ যাচ্ছেন তারা।
ছবিটির দুটি গান ও একটি অ্যাকশন দৃশ্যের শুটিং হবে সেখানে! বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক অনন্য মামুন।
এ বিষয়ে নির্মাতা বলেন, করোনার কারণে বাইরের কলাকুশলীদের আনতে পারিনি। ভারত থেকে একটি টিম মালদ্বীপে যাচ্ছে এবং আমরাও যাচ্ছি। তা ছাড়া ছবির চিত্রনাট্যেও দেশের বাইরে অ্যাকশনের বিষয়টি রয়েছে।
তিনি জানান, সেখানে পাঁচ দিনের শুটিং হবে। শাকিব ও মাহি দুটি গানের দৃশ্যে অংশ নেবেন। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহেই মালদ্বীপে যাওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি।
লাইটনিউজ