গত পরশু করোনা আক্রান্ত হন মাশরাফি মর্তুজা। এরপর থেকেই অস্থিরতা বিরাজ করছে ভক্ত, সতীর্থ ও ক্রিকেট বোর্ড কর্তাদের মাঝে। যে যার মতো সুস্থতা কামনাও করেছেন। বর্তমানে মিরপুরে নিজের বাসায় আছেন সাবেক অধিনায়ক। সেখানে থেকেই চিকিৎসা চলছে তার। আগের থেকে শারীরিক অবস্থার উন্নতিও হয়েছে।
তবে মাশরাফির আগে থেকেই অ্যাজমার সমস্যা আছে। যা ভাবাচ্ছে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীকে, ‘ মাশরাফি অ্যাজমার রোগী। যাদের অ্যাজমা আছে তাদের বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। যেহেতু আগে থেকে তাদের ফুসফুস দুর্বল হয়ে আছে। ওর চিকিৎসা ব্যবস্থা আব্দুল্লাহ স্যার দেখছেন।’
তবে আশার কথা শুনিয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এবিএম আব্দুল্লাহ। দেশের শীর্ষস্থানীয় একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, কাল রাতেও তার সঙ্গে কথা হয়েছে। আমার মনে হয়েছে, উনি ভালোই আছেন। বলেছি, বিশ্রাম নিতে। তিনি আমাকে অ্যাজমার সমস্যার কথা বলেছেন। বলেছি, ঘাবড়াবার কিছু নেই। রাতে শুনেছিলাম, অ্যাজমা নিয়ন্ত্রণেই আছে। তবে খুব বেশি জটিলতা হলে হাসপাতালে নেওয়া লাগতে পারে। যেহেতু ভালো আছেন, দেখা যাক।
এর আগে মাশরাফির শাশুড়ি আর তার স্ত্রীর বোনের মেয়ের করোনা পজেটিভ হয়েছিল। এরপর গত শনিবার প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হন সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেয়া এ পেসার। বিষয়টি নিশ্চিত করে ফেসবুক পেজে একটি পোস্ট করেন তিনি। তাতে দেশে বর্তমানে করোনার ভয়াবহতা তুলে ধরেন। দোয়া চান নিজের জন্য। আর অন্যদের পরামর্শ দেন বিনা কারণে ঘর থেকে বের না হতে।