মা হারিয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা ইরফান খান। শনিবার (২৫ এপ্রিল) সকালে ভারতের জয়পুরে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইরফান খানের মা সাইদা বেগম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টিভি এমন খবর প্রকাশ করেছে।
ইন্ডিয়া টিভি তাদের প্রতিবেদনে জানিয়েছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন সাইদা বেগম। ২৫ এপ্রিল সন্ধ্যায় তাকে দাফন করা হয়েছে। তবে দেশের বাইরে অবস্থান করায় ইরফান খানের সঙ্গে শেষ দেখা হয়নি মায়ের।