ভারতে প্রতিদিনই বাড়ছে মরণঘাতী করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায়ও আক্রান্ত ও মৃত্যুর নতুন রেকর্ড তৈরি হয়েছে। আক্রান্তের দিক থেকে দেশটি আগেই শীর্ষ ১০টি দেশের মধ্যে পঞ্চম স্থানে চলে এসেছে। ছাড়িয়ে গেছে স্পেন ও ইতালিকে। এবার মৃত্যুর দিক থেকেও শীর্ষ তালিকায় চলে আসলো ভারত।
আজ রোববার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ হাজার ৯২৯ জনের শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ লাখ ২০ হাজার ৯২২ জন। তবে এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৬২ হাজার ৩৭৯ জন।
অন্যদিকে, একদিনে মরণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত ৩১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট ৯ হাজার ১৯৫ জনের মৃত্যু হলো। আর ৯ হাজারের গণ্ডি পেরিয়ে দেশটি এখন বিশ্বে করোনায় মৃত্যুর তালিকার নবম স্থানে উঠে এসেছে।
এদিকে, মৃত্যুর সংখ্যা প্রতিদিন বেড়ে যাওয়ায় অত্যন্ত উদ্বেগে আছেন দেশটির বিশেষজ্ঞরা। কারণ যেসব দেশে করোনা বেশি তাণ্ডব চালিয়েছে, সেখানে প্রথমদিকে এভাবেই আক্রান্ত ও মৃত্যুর হার দিন দিন বেড়েছে। চূড়ান্ত পর্যায়ে গিয়ে যা ভয়ংকর রূপ ধারণ করেছে।
স্থানীয় গণমাধ্যম বলছে, উদ্ভূত পরিস্থিতিতে ভারত সরকার আবারো দেশব্যাপী লকডাউন ঘোষণার কথা ভাবছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী ১৬ ও ১৭ জুন ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনা করবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
লাইট নিউজ/আই