ইন্টারন্যাশনাল ডেস্ক : করোনা ভাইরাসের সংক্রমণে ইউরোপের দেশগুলোতে বেড়েছে চলেছে মৃতের সংখ্যা। মৃত্যুর এই মিছিল যেন কোনো ভাবেই থামছে না। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যায় চীনকেও ছড়িয়ে গেছে স্পেন। ইউরোপের ওই দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৩৮ জনের।
দেশটির সরকারের বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে এখনও পর্যন্ত ৪৭,৬১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪’শ ৩৪ জনের। আর আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ্য হয়েছে বাড়ি ফিরেছে ৩ হাজার ৭’শ ৯৪ জন। পরিসংখ্যানে দেখা গেছে, এর মধ্য দিয়ে স্পেনে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৪৩৪ জনে। অন্যদিকে চীনে এ ভাইরাসে মৃতের সংখ্যা ৩ হাজার ২৮১।
এদিকে বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশে করোনা মহামারি আকার ধারণ করতে পারে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ ব্যাপারে গভীর উদ্বেগ জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ভারত সারাদেশে ২১ দিনের কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে।
অন্যদিকে আগামীতে যুক্তরাষ্ট্রেও করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করতে পারে বলে গভীর উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দেশটিতে বর্তমানে ‘বুলেটের বেগে’ করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।
মার্কিন গবেষণা সংস্থা জনস হপকিন্স জানিয়েছে, সারাবিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৯ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৩৫ হাজার মানুষের। এর মধ্যে ১ লাখ ১১ হাজার সেরে উঠেছেন।