২০৩০ সালের মধ্যে যানজট নিরসনে ৬টি মেট্রোরেল রুট নির্মাণের পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সকালে ভিডিও কনফারেন্সে মেট্রোরেল প্রকল্পের উদ্যোগে নির্মিত ফিল্ড হাসপাতাল উদ্বোধনের সময় মন্ত্রী আরও জানান, ১ শত ২৮ কিলোমিটার রুট নির্মাণ করা হবে, যার ৬৭ কিলোমিটার হবে উড়াল পথে এবং ৬১ কিলোমিটার হবে পাতাল পথে।
এসময় ওবায়দুল কাদের বলেন মহামারি করোনাভাইরাস মানুষের জীবনের মতো মেট্রোরেলেরও সবকিছু ওলট-পালট করে দিয়েছে।
মন্ত্রী আরও বলেন, মেট্রোরেলের সাথে সংশ্লিষ্টদের স্বাস্থ্য সুরক্ষায় হাসপাতাল নির্মাণসহ নানা উদ্যোগ নেয়া হয়েছে।
লাইটনিউজ