শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:২৩ পূর্বাহ্ন

মেম্বার অ্যাসোসিয়েশনের আলোচনা সভা থেকে গ্রেপ্তার ১৯ ইউপি সদস্য

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

কক্সবাজার শহরের কলাতলীর একটি আবাসিক হোটেলে ‘গোপন বৈঠকের’ অভিযোগে ১৯ জন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ১২টার দিকে হোটেলটির সম্মেলনকক্ষ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান। তারা সবাই কক্সবাজারের বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য এবং আওয়ামী লীগের সমর্থক বলে জানিয়েছে পুলিশ।

সংশ্লিষ্টরা বলছেন, শুক্রবার রাতে জেলার ৯ উপজেলার ইউপি সদস্যদের সংগঠন মেম্বার অ্যাসোসিয়েশনের একটি আলোচনা সভা ছিল। সভায় ৭০-৭২ জন ইউপি সদস্য উপস্থিত ছিলেন। সভা চলাকালীন পুলিশ এসে সভাটি পণ্ড করে দেয়। সেখানে ঘণ্টাব্যাপী হলরুমও ঘেরাও করে রাখে পুলিশ।

জানা গেছে, বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ইউনি রিসোর্ট নামের একটি আবাসিক হোটেলে বৈঠক চলছিল। রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্থানীয় উন্নয়নে তৃণমূল জনপ্রতিনিধিদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা চলার সময় পুলিশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সেখানে অভিযান চালান। এ সময় ৪০ জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে বাকিদের ছেড়ে দিয়ে রাত ১২টার দিকে ১৮ ইউপি সদস্যকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

পুলিশের হাতে আটক টেকনাফ সদর ইউপি সদস্য জহির আহমেদ বলেন, জেলার ইউপি সদস্যের নিয়ে গঠিত সংগঠন মেম্বার অ্যাসোসিয়েশন সভা ডেকেছিল। প্রায় ৭০ জন ইউপি সদস্য তাতে অংশ নেন। রাত ৯টার দিকে হঠাৎ পুলিশ ও ছাত্র সমন্বয়করা সেখানে গিয়ে তাদের আটক করে। তিনি বলেন, ইউপি সদস্যরা যদি গোপন বৈঠক করতেন, তাহলে সড়কের পাশে হোটেলে অনুষ্ঠান করতেন না।

আটকের পর ছাড়া পাওয়া মহেশখালীর ইউপি সদস্য সেলিম উল্লাহ বলেন, বৈঠকে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতসহ সব মতাদর্শের সমর্থক ৭০ জন ইউপি সদস্য আলোচনায় অংশ নেন। সেখান থেকে পুলিশ আওয়ামী লীগ সমর্থক ইউপি সদস্য ১৮-১৯ জনকে আটক করে থানায় নিয়ে গেছে।

ওসি ফয়জুল আজিম নোমান জানান, আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্যরা গোপন বৈঠক করছেন এমন তথ্য পেয়ে সেখানে অভিযানে যায় পুলিশ। বৈঠকে ৭০ জন ইউপি সদস্য উপস্থিত থাকলেও গ্রেপ্তার করা হয়েছে ১৯ জনকে। যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD