ময়মনসিংহে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বিরতিহীন অক্সিজেন সরবরাহ ও ভেন্টিলেশন সাপোর্ট সহ সমস্ত আয়োজন সমৃদ্ধ একটি কোভিড-১৯ হাসপাতাল গড়ে তোলার দাবি জানিয়েছে কমিউনিস্ট পার্টির জেলা কমিটি। গতকাল ১০ জুন বুধবার বেলা ১১ টায় ময়মনসিংহ চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের পরিচালক বরাবর শারীরিক দূরত্ব বজায় রেখে এ দাবি সংক্রান্ত স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি হস্তান্তর করেন জেলা পার্টির সভাপতি এমদাদুল হক মিল্লাত ও সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার। পরিচালকের পক্ষে স্মারক লিপি গ্রহণ করেন চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের উপ-পরিচালক ডাঃ লক্ষী নারায়ণ চক্রবর্তী। স্মারকলিপিতে নেতৃবৃন্দ ময়মনসিংহে করোনা প্রতিরোধে অব্যবস্থাপনা ও চিকিৎসা অনিশ্চয়তা বিষয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন।
সিপিবি বলছে, করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য ইতোপূর্বে এস কে হাসপাতালকে নির্ধারণ করা হলেও সেখানে মাঝারি ও ক্রিটিক্যাল রোগীদের চিকিৎসার নূন্যতম ব্যবস্থা নেই। করোনা রোগীর চিকিৎসার জন্য খুব গুরুত্বপুর্ণ দুইটি বিষয়- বিরতিহীন অক্সিজেন ও নূন্যতম ভেন্টিলেশন সুবিধা নেই। আইসিইউ সাপোর্টের কোনো ব্যবস্থা সেখানে নেই। তাই করোনা আক্রান্ত কেউ বেশি অসুস্থ হয়ে গেলে এই বিভাগীয় শহরে তার চিকিৎসা হবার কোনো সুযোগই থাকছে না।
বিভাগীয় শহর হিসেবে আশেপাশের জেলা নেত্রকোণা, জামালপুর, শেরপুরের রোগীদেরও ময়মনসিংহের স্বাস্থ্যসেবার উপর নির্ভর করতে হয়। নেতৃবৃন্দ অনতিবিলম্বে ময়মনসিংহে কোভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বিরতিহীন অক্সিজেন সরবরাহ ও ভেন্টিনেশন সাপোর্ট যুক্ত সমৃদ্ধ একটি বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলার দাবি জানান। একই সাথে উপজেলায় উপজেলায় নমুনা সংগ্রহের বুথ স্থাপন করে আরও অধিক টেস্ট করার দাবি জানানো হয়।
লাইট নিউজ