বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের রাস্তায় জনস্রোত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২০

 

যুক্তরাষ্ট্রে পুলিশি হেফাজতে জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ মার্কিন নাগরিকের মৃত্যুর ঘটনায় আন্দোলনে ফুঁসে উঠেছে গোটা দেশ। গত ১২ দিন ধরে দেশটির নাগরিকরা বর্ণবাদবিরোধী বিক্ষোভ করছেন। গতকাল শনিবারও শান্তিপূর্ণ পদযাত্রায় অংশ নেন লাখ লাখ মার্কিন নাগরিক।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, শনিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে লাখ লাখ মানুষ শহরের বৃহত্তম বিক্ষোভ পদযাত্রায় অংশ নেয়। তবে নিরাপত্তা বাহিনীর কর্মীরা হোয়াইট হাউসের আশপাশের রাস্তা বন্ধ করে। পরে বিক্ষোভকারীরা পদযাত্রা শেষে হোয়াইট হাউজের কাছে লাফায়েট পার্ক এবং লিঙ্কন মেমোরিয়ালে জড়ো হন। এ সময় তাদের অনেকের হাতে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ লেখা প্লেকার্ড দেখা যায়।

এদিন বিক্ষোভকারীদের সমাবেশে যুক্ত হন শহরের মেয়র মুরিয়েল বাউজার। তিনি বিক্ষোভকারীদের স্বাগত জানিয়ে বলেন, তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নিজেদের বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছেন।

এ সময় শহর থেকে ন্যাশনাল গার্ডের সেনাদের এবং ফেডারেল আইন প্রয়োগকারীদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে বাউজার বলেন, তাদের উপস্থিতি ‘অপ্রয়োজনীয়’। পাশাপাশি তিনি হোয়াইট হাউসের সামনের রাস্তার নাম পরিবর্তন করে নতুন নামকরণ করেন ‘ব্ল্যাক লাইভস ম্যাটার প্লাজা’। এরপর তার নির্দেশে ওয়াশিংটন ডিসির সিটি কর্পোরেশনের কর্মীরা রাস্তাটির ওপর হলুদ রঙ দিয়ে বড় বড় অক্ষরে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ লিখে দেন।

লিঙ্কন মেমোরিয়ালে জড়ো হওয়া কয়েকজন বিক্ষোভকারী বলেন, যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে বর্ণ বৈষম্য হয়ে আসছে। অনেকবার এ নিয়ে বিক্ষোভও হয়েছে। তবে এবারের বর্ণবাদবিরোধী বিক্ষোভে অতীতের তুলনায় কিছুটা ভিন্নতা অনুভূত হচ্ছে। তাই তারা এ বিক্ষোভে না এসে থাকতে পারছিলেন না। তারা আশা করেন, এই বিক্ষোভ সবার কাছে সমতা ও একতার বার্তা পৌঁছে দেবে।

এদিন ওয়াশিংটন ডিসি ছাড়াও নিউইয়র্ক, সান ফ্রান্সিসকো এবং শিকাগোতেও বিক্ষোভ করেন বহু মানুষ। নিউইয়র্কে পদযাত্রা করে বিক্ষোভকারীরা ব্রুকলিন ব্রিজ পার হন। সান ফ্রান্সিসকোতে বিক্ষোভকারীরা জড়ো হয়ে কিছুক্ষণের জন্য গোল্ডেন ব্রিজ বন্ধ করে দেন। শিকাগোতে প্রায় ৩০ হাজার বিক্ষোভকারী পদযাত্রা করে ইউনিয়ন পার্কে জড়ো হন। লস এঞ্জেলসে বিক্ষোভকারীরা জড়ো হয়ে বর্ণ বৈষম্যের প্রতিবাদে হলিউডের সামনের সড়ক অবরোধ করে রাখেন।

জর্জ ফ্লয়েডের জন্মস্থান নর্থ ক্যারোলিনায় তার প্রতি শ্রদ্ধা জানান বিক্ষোভারীরা। এছাড়াও দেশটির প্রায় সকল প্রধান শহরে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

যুক্তরাষ্ট্র ছাড়াও যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স, স্পেনেও বর্ণ বৈষম্যের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

উল্লেখ্য, গত ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা গলায় হাঁটু দিয়ে চেপে ধরে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যু নিশ্চিত করে। এর পর থেকেই চলছে বিক্ষোভ ও প্রতিবাদ তথা বর্ণবাদবিরোধী আন্দোলন।

লাইট নিউজ/আই

 

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD