শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৩:০৭ পূর্বাহ্ন

যুদ্ধে জয়ের পথে ইউক্রেন: জেলেনস্কি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ মার্চ, ২০২২

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি শুক্রবার দাবি করেছেন, রাশিয়ার বিপক্ষে চলমান যুদ্ধে জয়ের পথে রয়েছে ইউক্রেন।

নিয়মিত ব্রিফিংয়ে কথা বলতে এসে জেলেনস্কি দাবি করেন, তারা কৌশলগতভাবে এমন একটি অবস্থায় পৌঁছেছেন, যেখান থেকে রাশিয়াকে টেক্কা দিয়ে জয়ী হবেন তারা।

তবে জেলেনস্কি সঙ্গে এও হুঁশিয়ারি দিয়েছেন, চলমান এ যুদ্ধ কতদিন চলবে সে বিষয়টি নিশ্চিত নয়।

রাশিয়ার বিপক্ষে এগিয়ে যাওয়ার বিষয়ে জেলেনস্কি বলেন, আমরা নিশ্চিত করে বলতে পারি না ইউক্রেনকে স্বাধীন করতে আমাদের কতদিন সময় লাগবে। তবে আমরা বলতে পারি আমরা এটি করতে পারব।

তিনি আরও বলেন, আমরা কৌশলগতভাবে এখন অনেক সুবিধাজনক অবস্থায় পৌঁছেছি।

এদিকে শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমর পুতিন জানিয়েছেন, ইউক্রেনে সাফল্য পাওয়া ও নিজেদের লক্ষ্য অর্জনে অনেক দূর এগিয়ে গেছে রাশিয়া।

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান এ যুদ্ধ থামানোর জন্য তিন দফা আলোচনা করেছেন দুই দেশের প্রতিনিধিরা। তবে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তারা।

সূত্র: আল জাজিরা

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD