মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড সঙ্গে এলবিয়ন গ্রুপের কর্পোরেট চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। এলবিয়ন গ্রুপের প্রধান কার্যালয়ে এই চুক্তিতে স্বাক্ষর করেন রবি আজিয়াটা লিমিটেডের চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার আদিল হোসেন নোবেল এবং এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত। এ কর্পোরেট চুক্তির মাধ্যমে এলবিয়ন গ্রুপ রবি আজিয়াটা লিমিটেডের সকল ধরনের কর্পোরেট সেবা, ডিজিটাল সার্ভিস এবং বিজনেস সল্যুশন ব্যবহার করবে।
এ সময় রবি আজিয়াটার পক্ষে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট রেজওয়ান আল ইসলাম, জেনারেল ম্যানেজার আরিফ আহমেদ চৌধুরী, একাউন্স ম্যানেজার কায়সার হামিদ ফরহাদ, জেনারেল ম্যানেজার গাউসুল আজম আরাফাত আহমেদ ও ম্যানেজার আবুল হাসনাত।
এলবিয়ন গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের নির্বাহী পরিচালক মুনতাসির জসীম, সেলস ম্যানেজার তুহিনুল ইফতেহা ও এলবিয়ন এনিম্যাল হেলথ ডিভিশনের জেনারেল ম্যানেজার শরিফুর রহমান।
লাইটনিউজ/এসআই