বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৬:৪২ অপরাহ্ন

রমজানে আরব আমিরাতে দৈনিক ৫ ঘণ্টা কাজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

 

পবিত্র রমজান মাসে কর্মচারীদের কাজের সময় কমিয়ে আনা সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির পাবলিক খাতের কর্মচারীরা আসছে এই পবিত্র মাসে দৈনিক পাঁচ ঘন্টা করে কাজ করবে বলে জানা গেছে।

আমিরাতের ফেডারেল অথরিটি ফর গভর্নমেন্ট হিউম্যান রিসোর্সেসের এ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সব মন্ত্রণালয় এবং ফেডারেল এজেন্সির কাজের সময়ও পাঁচ ঘণ্টা হবে বলা জানানো হয় এতে।

সেই সিদ্ধান্ত মোতাবেক পবিত্র রমজান মাসে আমিরাতে সকাল ৯টায় কাজ শুরু হবে এবং শেষ হবে দুপুর ২টায়। তবে জরুরি প্রয়োজনে অনেকে নির্দিষ্ট সময়ের বাইরেও কাজ করতে পারবেন।

জানা যায়, মরণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও রমজান মাসের কথা চিন্তা করেই কাজের সময় কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার।

ভাইরাসটির কারণে দেশটিতে এখন পর্যন্ত সাত হাজার ৭৫৫ জনের দেহে ভাইরাসটির সংক্রমণ পাওয়া গেছে। মৃত্যু হয়েছে ৪৬ জনের।

নতুন সংকরমণ রোধে সরকারের পক্ষ থেকে নেয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। এর মধ্যে উল্লেখযোগ্য ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের নেয়া ‘পিপল অব ডিটারমিনেশন’ নামের উদ্যোগটি।

এর আওতায় জাতীয়ভাবে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভাইরাস শনাক্তকরণ টেস্ট করা হবে। এতে হাসপাতালগুলোতে মানুষের ভিড় এড়ানো সম্ভব হবে।

 

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD