শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরে নির্বাচনের কথা বললেও জুনে চলে যায় কীভাবে, প্রশ্ন রিজভীর ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা সিঙ্গাপুর-যুক্তরাজ্য থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১৩৬৬ কোটি রোহিঙ্গা প্রত্যাবাসনে এশীয় নেতাদের এগিয়ে আসার আহ্বান ড. ইউনূসের ২০২৬ বিশ্বকাপে মেসির খেলা নিয়ে যা জানালেন আর্জেন্টাইন কোচ মহাসড়কে অটোরিকশা উঠলেই ব্যবস্থা, ছিনতাইয়ে জিরো টলারেন্স ঈদের ছুটিতে ঢাকাবাসী নিরাপদ থাকবেন: স্বরাষ্ট্র সচিব গাজায় হঠাৎ হামাসের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভ শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ নয় : হাইকোর্ট বাংলাদেশে কারখানা স্থানান্তরে সহায়তা করবে চীনা এক্সিম ব্যাংক

রাজধানীতে ইয়াবার বড় চালানসহ আটক ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ২ হাজার ৩২৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। গতকাল মঙ্গলবার রাতে মোহাম্মদপুরের হুমায়ুন রোডে মাদক (ইয়াবা) বিক্রয়ের জন্য অবস্থানকালে তাদের আটক করা হয় বলে জানানো হয়।

আজ বুধবার র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেন।

আটকরা হলেন, ইমরানশেখ (৩৬), মো. ইউনুস (২৪)।

শিহাব করিম বলেন, ‘গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার হুমায়ুন রোড এলাকায় ৩ থেকে ৪ জন মাদক ব্যবসায়ী মাদক (ইয়াবা) বিক্রি করতে অবস্থান করছে বলে জানতে পারি। পরে মাদকের চালানটি আটকের জন্য এই এলাকায় র‌্যাব-২ এর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি
করা হয় এবং অভিযান পরিচালনা করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের মধ্যে দুইজনকে আটক করা হয়।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদেরকে গাড়ির ড্রাইভার ও স্টাফ বলে পরিচয় দেয়। আটক ব্যক্তিদের মাদক সর্ম্পকে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের কাছে ইয়াবা আছে স্বীকার করে। পরে তাদের
প্যান্টের নিচে কস্টেপে পেঁচানো ২ হাজার ৩২৫ পিস ইয়াবা পাওয়া যায়।’

আটককৃতদের কথা জানিয়ে তিনি বলেন, ‘আসামিরা জানিয়েছে রাজধানীসহ আশেপাশের জেলায় নেশা জাতীয় দ্রব্যের ব্যাপক চাহিদা থাকায় নতুন নতুন কৌশলে সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে কম দামে মাদক কিনে আনে। এরপর রাজধানীসহ আশপাশের জেলায় বেশি দামে মাদক
বিক্রয় করে আসছিল তারা। আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD