রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন

রাজীবপুরে কম্বাইন হারভেস্টার বিতরণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : কয়েকদিন পরেই শুরু হবে রাজীবপুরে ধান কাটার মৌসুম। এদিকে চলমান করোনা ভাইরাস পরিস্থতিতে ধান কাটা মাড়াইয়ে শ্রমিক সংকট দেখা দিতে পারে। এতে ক্ষেতের ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। এ অবস্থায় কৃষকদের মাঝে সরকারি ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করেছে রাজীবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় একজন কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন রাজীবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো,আরও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি আব্দুল হাই সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃমেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম রায়হান রহমান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা খায়রুল ইসলাম এবং উপ-সহকারী কর্মকর্তা আব্দুর রশীদ প্রমুখ।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, কৃষি মন্ত্রণালয়ের খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০% ভর্তুকি মূল্যে ক্রয়কৃত কম্বাইন হারভেস্টার মেশিন বরাদ্দ পাওয়া কৃষক হলেন মোহনগঞ্জ ইউনিয়নের আনছার আলী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে কম্বাইন হারভেস্টার মেশিন টির মূল্য ২০ লাখ ৫০ হাজার টাকা। সরকারের ৫০ শতাংশ ভর্তুকিতে এর দাম হয়েছে ১০ লাখ২৫ হাজার টাকা।এ মেশিন দিয়ে স্বপ্ল সময়ে ধান কাটা, ঝাড়া, মাড়াই ও বস্তায় ভরা যাবে।এতে ফসল মাড়াইয়ে কৃষকরা আর্থিক ভাবে সাশ্রয়ী হতে পারবে।

লাইট নিউজ /রুস

 

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD