রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:১৭ অপরাহ্ন

‘রিটার্ন অব লাভ’– নায়িকা পপি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

ছুটি ও লকডাউনে বিপর্যস্ত নিম্ন আয়ের মানুষ। আর এ পরিস্থিতিতে অনেকের মতো এসব অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পপি।

নিজ জন্মস্থান খুলনায় অবস্থান করে পহেলা বৈশাখে প্রায় দেড় হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন এ নায়িকা।

সে সময় ত্রাণ বিতরণের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে পপি লেখেন, এটা ত্রাণ নয়, সহায়তাও নয় – ‘রিটার্ন অব লাভ’ – তারকা হিসেবে সকলের কাছ থেকে পেয়েছি অফুরন্ত ভালোবাসা। এটা হলো তারই যৎসামান্য প্রতিদান দেয়ার চেষ্টা, যদিও ভালোবাসার কোনো প্রতিদান দেয়া যায় না। সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। সবাই বাড়িতে থাকুন, নিরাপদ থাকুন এবং পরিবারকেও নিরাপদে রাখুন।

পপি বলেন, এই মুহূর্তে আমার সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে আমার দ্বিতীয় পরিবার আমার ফিল্মের মানুষদের জন্য, যাদের সহযোগিতায় আজকে আমি পপি হয়েছি। সেই সব প্রোডাকশন বয়সহ যারা প্রডাকশনে নিয়মিত কাজ করে এবং আমাদের সাহায্য সহযোগিতা করেন সব সময়, তাদের পাশে আমাদের সবার এই মুহূর্তে দাঁড়ানো উচিত।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD