বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৩:০২ অপরাহ্ন

রুপালি পর্দার ‘ধোনি’র মৃত্যুতে শোকাহত ক্রীড়াঙ্গন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২০

 

স্তব্ধ, শোকস্তব্ধ সবাই! এমন একটা খবরের জন্য প্রস্তুত ছিলেন না কেউ। যে যুবক ক্যারিয়ারের সেরা ছন্দে আছেন। যার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ তিনি কেন বেছে নেবেন আত্মহননের পথ। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত রোববার মুম্বাইয়ের বান্দ্রার নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

মাত্র ৩৪ বছর বয়সে শেষ জীবনের ইনিংস। ক্রীড়াপ্রেমীরা তাকে বড় পর্দার মহেন্দ্র সিং ধোনি হিসেবেই চেনেন। মাহির বহুল আলোচিত বায়োপিক ‘এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’তে তিনি যে ছিলেন হিরো। ধোনির নাম ভূমিকায় অভিনয় করে হয়েছিলেন প্রশংসিত। তারপর আর পিছু ফিরে তাকাতে হয়নি বলিউড এই অভিনেতাকে।

সেই তিনিই অবসাদে ভুগে নিজেকে শেষ করে দিলেন। চলে গেলেন না ফেরার দেশে। রুপালি পর্দার ‘ধোনি’র মৃত্যুতে শোকাহত ভারতের ক্রীড়াঙ্গন। কেউ যেন এটা বিশ্বাসই করতে পারছেন না।

স্তব্ধ কিংবদন্তি শচীন টেন্ডুলকার। তিনি টুইটারে লিখলেন, ‘সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কথা শুনে হতবাক ও যারপরনাই দুঃখিত। তিনি এক তরুণ ও প্রতিভাবান অভিনেতা। তার পরিবার বন্ধুদের প্রতি আমার সমবেদনা থাকল। তার আত্মার শান্তি কামনা করছি।’

হতাশ ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিও। পর্দার ধোনির জন্য তার শোকগাথা, ‘সুশান্ত সিং রাজপুত সম্পর্কে শুনে হতবাক। এটা মেনে নেওয়া খুব কঠিন। তাঁর আত্মার শান্তি কামনা করি। ঈশ্বর ওর পরিবার এবং বন্ধুদের সমস্ত শক্তি দান করুন।’

সাবেক ক্রিকেটার বীরেন্দ্র শেবাগও শোকাহত। তিনি টুইটারে লিখলেন, ‘জীবনটা নশ্বর। এবং কখন কি হয় আমরা জানি না, আমরা বুঝতেও পারি না। দয়াশীল হন। সুশান্তসিংহরাজপুত ওম শান্তি।’

এমন মৃত্যুর খবরে শিখর ধাওয়ানও অশ্রুসজল। তার টুইট ‘সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে আমি মর্মাহত। বিশ্বাস করতে পারছি না! তার পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা ও প্রার্থনা। ঈশ্বর ওর আত্মাকে শান্তি দান করুক।’

বিমর্ষ আরেক ভারতীয় তারকা ক্রিকেটার রোহিত শর্মাও। তিনি মানতেই পারছেন না। রোববার খবরটা শুনেই অস্থিরতায় আছেন। তিনি বলছিলেন, ‘এটা বিরক্তিকর। এটা ঘটেছে, এমনটা হতে পারে না। সত্যিই বিরক্তকর। খুবই ভালো অভিনেতা। তার আত্মার শান্তি কামনা করি।

এই মৃত্যুর খবরটি কিছুতেই বিশ্বাস করতে পারছেন না হরভজন সিং। ভাজ্জি লিখলেন, ‘দয়া করে আমাকে কেউ বলুন এটা মিথ্যে খবর। বিশ্বাস করতে পারছি না যে সুশান্ত সিং রাজপুত আর নেই! খুবই দুঃখিত আমি। তার পরিবারের প্রতি সমবেদনা জানাই।’

বাস্তবতার জমিনে দাঁড়িয়ে কিছু পরামর্শ দিলেন আরেক ক্রিকেটার ভিভিএস লক্ষণ। তিনি মৃত্যুর খবর শুনে লিখলেন, ‘মানসিক স্বাস্থ্য একটি খুবই গুরুতর ইস্যু আর এটি পাওয়ার চেয়ে বেশি মনোযোগের প্রয়োজন। সংবেদনশীল, সহানুভূতিশীল, মৃদু আর ধারাবাহিকভাবে মানসিক সমস্যায় যারা লড়ছে তাদের কাছে পৌঁছানো খুবই গুরুত্বপূর্ণ। সুশান্ত সিংহ রাজপুতের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা থাকল।’

শোকাহত ডেভিড ওয়ার্নারও। অস্ট্রেলিয়ান এই তারকা ক্রিকেটার বলিউড সিনেমার ভক্ত। ধোনির বায়োপিক দেখেছেন। এ কারণে সুশান্তকে ভালো করেই চেনা তার। শোকাহত ওয়ার্নার টুইটারে লিখলেন, ‘এই খবর শুনে খুব খুব কষ্ট পেয়েছি। শান্তিতে ঘুমাও সুশান্ত সিং রাজপুত।’

 

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD