শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:৪৪ পূর্বাহ্ন

রেকর্ড গড়েছে চেন্নাই-মুম্বাই ম্যাচ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

মাঠে দর্শক নেই কিন্তু খেলা দেখতে লাগলে মনে হচ্ছে গ্যালারী ভরা দর্শক। এর সবই কৃত্তিমতা। করোনা মহামারির কারণে ভারত থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নেয়া হয়েছে আইপিএলের ত্রয়োদশ আসর। দর্শক শূন্য মাঠে অনুষ্ঠিত হবে আসরের সব ম্যাচ। অথচ শুরুর দিনেই রেকর্ড গড়েছে দর্শ শূন্য আইপিএল।

আইপিএলে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ানসের উদ্বোধনী ম্যাচ দেখেছেন ২০ কোটি মানুষ। এমনটা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জয় শাহ।

টুইটারে জয় শাহ জানান, ‘ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের তথ্য অনুযায়ী ২০ কোটি মানুষ প্রথম ম্যাচ দেখেছেন। এমন ঘটনা নজিরবিহীন। এ বারের আইপিএলের মতো কোনও লিগের শুরু এর আগে এত ভাল হয়নি।’

আসর শুরুর আগে চেন্নাই সুপার কিংসের বেশ কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ আক্রান্ত হন করোনাভাইরাসে। সব বাধা পেছনে ফেলে জমে উঠেছিল উদ্বোধনী ম্যাচটা। আর এই ম্যাচটা দেখতে বিভিন্ন দেশের ২০ কোটি মানুষ চোখ রেখেছিল টিভি পর্দায় বা অনলাইন প্ল্যাটফর্মে।

উল্লেখ্য, এর আগে বিশ্বের অন্য কোনও দেশের লিগের প্রথম ম্যাচ দেখেননি এত সংখ্যক দর্শক।

লাইটনিউজ

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD