বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০২:৪৭ অপরাহ্ন

রোববার মক্কায় মসজিদ খুলছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২০

 

মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিপর্যস্ত অবস্থায় সৌদি আরব। তবে বর্তমানে পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। তাই মাস তিনেক বন্ধ থাকার পর আগামী রোববার থেকে পবিত্র মক্কা নগরীর দেড় হাজারেরও বেশি মসজিদ খুলে দেয়া হচ্ছে।

আজ শুক্রবার গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, গত মাসের শেষ দিকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে সৌদি আরবের অন্যান্য শহরের মসজিদ সাধারণ মুসল্লিদের জন্য খুলে দেয়া হয়েছে। তবে সংক্রমণের মাত্রা বেশি থাকায় বন্ধ ছিল পবিত্র মক্কা নগরীর মসজিদগুলো।

অবশেষে আগামী রোববার থেকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে মসজিদগুলো সাধারণ মুসল্লিদের জন্য খুলে দেয়া হচ্ছে। রোববার ফজরের নামাজের সময় থেকে মক্কা নগরীর ১ হাজার ৫৬০টি মসজিদ খুলে দেয়া হবে।

এ বিষয়ে দেশটির ইসলামিক আফেয়ার্স মন্ত্রণালয় জানায়, মক্কার মসজিদগুলো খুলে দেয়া হলে সবাইকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক ছাড়া মসজিদে গেলে, এমনকি বাড়ির বাইরে গেলেই জরিমানা গুণতে হবে।

মুসল্লিদের ব্যক্তিগত জায়নামাজ নিয়ে মসজিদে যেতে হবে। একে অপর থেকে দুই মিটার দূরত্ব বজায় রাখতে হবে। করোনাকালীন এই সময়ে একে অপরের সঙ্গে হ্যান্ডশেক বা হাত মেলানো যাবে না।

মসজিদে নামাজ আদায়ের ক্ষেত্রে বেশকিছু নিয়ম-কানুন কঠোরভাবে মেনে চলতে হবে। এর মধ্যে মসজিদগুলোকে নিয়মিত পরিষ্কার ও জীবাণুমুক্ত করা, দরজা-জানালা খোলার ব্যাপারে সতর্কতা অবলম্বন করা। নামাজ আদায়ের ১৫ মিনিট আগে মসজিদ খুলে দেয়া ও নামাজ শেষে ১০ মিনিট পর ফের বন্ধ করে দেয়া।

 

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD