করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ায় চীনের নতুন একটি শহর লক-ডাউন করা হয়েছে। চীনের জিলিন প্রদেশের শুলান শহরে নতু করে সংক্রমণ দেখা দেয়ায় শহরটিকে লকডাউন করা হয়।
একদিনেই শুলানে এক লন্ড্রি থেকে সংক্রমণ হয়েছে ১১ জনের। ৪৫ বছর বয়সী এক নারী থেকে শুরু হয়েছে সংক্রমণ, তার পরিবারের অধিকাংশই এখন কোভিড-১৯ রোগী। তবে সম্প্রতি তার কোনও ভ্রমণের ইতিহাস নেই।
চীন সরকার শহরটিতে সর্বোচ্চ ঝুঁকি ঘোষণা দিয়ে সকল জনসমাগম নিষিদ্ধ করে দিয়েছে। শহরটির সীমান্ত উত্তর কোরিয়ার সঙ্গে সংযুক্ত। উত্তর কোরিয়া সরকার এখন পর্যন্ত কোনও করোনা ভাইরাস নেই বলে দাবি করছে।
এছাড়া করোনার উৎপত্তিস্থল উহানে নতুন করে পাঁচজনের মধ্যে সংক্রমণ পাওয়া গেছে। ১১ই মার্চের পর এটাই সর্বোচ্চ।