যুক্তরাজ্যে লকডাউন শুরু হওয়ার পর এই প্রথম দেখা মিলল রানি দ্বিতীয় এলিজাবেথের। সম্প্রতি প্রকাশিত রানির এক ছবিতে দেখা যায় ঘোড়ায় চড়ে উইন্ডসর ক্যাসেলের মাঠ ঘুরে বেড়াচ্ছেন।
রোববার (৩১ মে) রানির ঘোড়ায় চড়ার একটি ছবি রাজপরিবারের টুইটার পেজে প্রকাশ করা হয়েছে।
৯৪ বছর বয়সী রানি দ্বিতীয় এলিজাবেথ ঘোড়ায় চড়তে খুব পছন্দ করেন। তবে যুক্তরাজ্যে লকডাউনের সময় তাকে খুব একটা বের হতে দেখা যায়নি। এর আগে লকডাউন চলাকালীন রানী দু’বার টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন।
যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৪ হাজার ৭৬২ জন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ৩৮ হাজার ৪৮৯ জন।
লাইট নিউজ/আই