রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০১:১৯ অপরাহ্ন

লকডাউন ভাঙায় আইনি ঝামেলায় প্রভাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

 

করোনা এড়াতে ভারতে চলছে লকডাউন। এ সময়ে ঘরবন্দী হয়ে আছেন সব তারকারা। অনেকে নানাভাবে করোনায় মোকাবিকায় অংশ নিচ্ছেন।

এদিকে করোনায় লকডাউন ভাঙার অপরাধে অভিযুক্ত হলেন বাহুবলী খ্যাত তারকা প্রভাস। আইনি বিপাকেও জড়িয়েছেন তিনি।

জানা গেছে, লকডাউনের কড়া নির্দেশিকা অমান্য করে গেস্ট হাউজে গিয়েছিলেন। যার জেরে মামলা দায়ের হয়েছে অভিনেতার বিরুদ্ধে।

যদিও প্রভাসের আইনি মামলায় জড়ানো নিয়ে দ্বিমত রয়েছে। একাংশের দাবি, অভিনেতার পরিচারকের বিরুদ্ধেই আসলে মামলা দায়ের হয়েছে। লকডাউনের মাঝে সরকারি নির্দেশিকা অমান্য করে প্রভাসের ব্যক্তিগত গেস্ট হাউজে গিয়েছিলেন তিনি। যে গেস্টহাউজ রায়দুর্গমে অবস্থিত। সেই গেস্টহাউজেই গিয়েছিলেন অভিনেতার পরিচারক।

যার জেরে মামলা দায়ের হয়েছে সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে। মঙ্গলবার সেই মামলারই শুনানি ছিল হায়দরাবাদের কুকাটপল্লী আদালতে।

অন্য একটি প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় শ্রীলিঙ্গমপল্লি থানায় প্রভাসের বিরুদ্ধে দায়ের করা হয়েছে অভিযোগ। অভিযোগনামা অনুযায়ী, লকডাউন চলাকালীন প্রভাসের নিজের এই গেস্ট হাউজে গিয়েছিলেন। সংশ্লিষ্ট স্থানীয় থানায় সেই খবর পৌঁছাতেই তড়িঘড়ি সেই জায়গায় যান তারা এবং পুলিশকর্মীরা অভিনেতাকে গেস্টহাউজে ঢুকতে বাঁধা দেয়। তার পাশাপাশি সিজও করে নেওয়া হয় সেই গেস্টহাউজ।

প্রসঙ্গত, বছর দুয়েক আগেও এক ফার্মহাউজ নিয়ে আইনি বিপাকে পড়েছিলেন খ্যাতনামা দক্ষিণী অভিনেতা প্রভাস। সরকারি জমি দখল করে বিনা অনুমতিতেই সেখানে ফার্মহাউজ গড়ে তোলার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছিল অভিনেতার বিরুদ্ধে।

লাইট নিউজ/আই

 

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD