মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন

শঙ্কা উড়িয়ে চ্যাম্পিয়নস লিগের প্লে অফে টিকে রইল ম্যানসিটি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচ ম্যানচেস্টার সিটির জন্য ছিলো ডু অর ডাই ম্যাচ। হার বা ড্র মানেই আসর থেকে ছিটকে যাওয়া। শেষ পর্যন্ত ক্লাব বার্জকে ৩-১ গোলের হারিয়েছে তারা।

এতে চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফে জায়গা করে নিতে পেরেছে পেপ গার্দিওলার দল। টুর্নামেন্টে টিকে থাকতে হলে সেরা ২৪ দলের মধ্যে থাকতে হতো ম্যানসিটিকে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি গ্রুপ পর্ব শেষ করেছে ২২তম স্থানে থেকে। ৮ ম্যাচে ম্যানসিটির পয়েন্ট ১১।

ঘরের মাঠে বেলজিয়ান ক্লাব ব্রুগাকে আতিথ্য দেয় ম্যানসিটি। ব্রুগার কাউন্টার অ্যাটাক ফর্মুলায় পরাস্ত হয়ে ৪৫ মিনিটে পিছিয়ে যায় সিটি। গোল করেন রাফায়েল ওনিয়েদিকা।

তবে দ্বিতীয়ার্ধে একাদশে বদল এনে কৌশল পাল্টান পেপ গার্দিওলা। মাঠে নামানো হয় সাভিনহোকে, যার প্রভাব দ্রুতই দেখা যায়। ৫৩ মিনিটে মাতেও কোভাচিচ গোল করে সমতা ফেরান। এরপর ৬২ মিনিটে ব্রুগের এক ডিফেন্ডার আত্মঘাতী গোল করলে এগিয়ে যায় সিটি।

৭৭ মিনিটে বদলি হিসেবে নামা সাভিনহো দলের হয়ে তৃতীয় গোলটি করেন, যা নিশ্চিত করে ম্যানসিটির প্লে-অফের টিকিট। এই জয়ের ফলে ম্যানসিটি ২২ নম্বর স্থানে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে, যেখানে তারা মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ বা বায়ার্ন মিউনিখের।

অন্যদিকে, হারলেও ক্লাব ব্রুগেও প্লে-অফ নিশ্চিত করেছে, তবে ২৪ নম্বর দল হিসেবে।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD