শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১১ পূর্বাহ্ন

শান্তি ফেরাতে আফগান-তালেবান বৈঠক শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের মার্চেই আফগান সরকার ও তালেবানের মধ্যকার আলোচনা শুরু হওয়া কথা ছিল। যদিও বিভিন্ন কারণে তা সম্ভব হয় নি। অবশেষে কাতারে দুই পক্ষ বসেছে। আশা করা হচ্ছে, দীর্ঘ দুই দশক পর শান্তি ফিরতে চলেছে আফগানিস্তানে।

শনিবার কাতারের রাজধানী দোহায় আফগান সরকার এবং তালেবানের প্রতিনিধিরা বৈঠকে যোগ দেন।

শান্তি আলোচনায় বেশ কয়েকটি রাজনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং যুক্তরাষ্ট্র সরকারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আফগান সরকারের প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন আব্দুল্লাহ আব্দুল্লাহ। তালেবানদের প্রতিনিধি হিসেবে রয়েছেন মোল্লা আবদুল গনি।

আবদুল্লাহ আবদুল্লাহ বলেন, দুইপক্ষ পরস্পরের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় এবং শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে সততার সঙ্গে কাজ করে তাহলে আফগানিস্তানের চলমান দুর্দশাপূর্ণ অবস্থার অবসান ঘটবে।

মোল্লা আবদুল গনি, সুবিধাভোগি মানুষের কথা না ভেবে সবার লাভ হবে এমন বিষয়ের ওপর গুরুত্ব দেয়া উচিত। দরকষাকষির এ প্রক্রিয়া মতভেদ থাকতে পারে। আমরা আফগানবাসীকে আশ্বস্ত করছি, দেশে শান্তি আর স্থিতিশীলতা ফেরাতে পুরোপুরি বিশ্বস্ততার সঙ্গে কাজ করব।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD