শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরে নির্বাচনের কথা বললেও জুনে চলে যায় কীভাবে, প্রশ্ন রিজভীর ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা সিঙ্গাপুর-যুক্তরাজ্য থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১৩৬৬ কোটি রোহিঙ্গা প্রত্যাবাসনে এশীয় নেতাদের এগিয়ে আসার আহ্বান ড. ইউনূসের ২০২৬ বিশ্বকাপে মেসির খেলা নিয়ে যা জানালেন আর্জেন্টাইন কোচ মহাসড়কে অটোরিকশা উঠলেই ব্যবস্থা, ছিনতাইয়ে জিরো টলারেন্স ঈদের ছুটিতে ঢাকাবাসী নিরাপদ থাকবেন: স্বরাষ্ট্র সচিব গাজায় হঠাৎ হামাসের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভ শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ নয় : হাইকোর্ট বাংলাদেশে কারখানা স্থানান্তরে সহায়তা করবে চীনা এক্সিম ব্যাংক

সংকট মোকাবিলায় সকলকেই একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি : প্রধানমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
প্রধান মন্ত্রী শেখ হাসিনা
ফাইল ফটো

লাইট নিউজ প্রতিবেদক : দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তি খাদ্য সংকটের মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারে করোনাভাইরাস। পৃথিবী জুড়েই দেখা দিতে পারে ব্যাপক খাদ্য ঘাটতি। ফলে আমাদের উৎপাদন বৃদ্ধি বাড়াতেই হবে। আর উৎপাদন বৃদ্ধি হলে অন্যান্য দেশের কাছে আর হাত বাড়াতে হবে না। তখন যে কোনো সংকটকালীন সময়ে আমরাই সহযোগিতার হাত বাড়াতে পারবো।

তিনি বলেন, সকল ধরনের সংকটময় সময়কে মোকাবিলা করতে উৎপাদন বাড়ানো ছাড়া বিকল্প নেই। এর জন্য আমাদের সব সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে।

মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২০) গণভবন থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কর্মকর্তাদের সথে অনলাইন কনফারেন্সে সময় এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাস শুধু বাংলাদেশেই নয়, বিশ্বে একটি প্রলয় সৃষ্টি করেছে। এটি সত্যিই দুর্ভাগ্যজনক। সারাবিশ্ব আজ স্থবির হয়ে পড়েছে। তিনি আরো বলেন, করোনা ভাইরাসের প্রভাব বাংলাদেশেও পড়েছে। আমরা শুরু থেকেই চেষ্টা করেছি মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে। সে জন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, কোভিড-১৯-এর কারণে সামাজিক এবং অর্থনৈতিকভাবে একটা স্থবিরতা চলে এসেছে। ফলে আমরা অর্থনৈতিক যে গতিশীলতা সৃষ্টি করেছিলাম সেটাও অনেকটাই থেমে গেছে। শুধু আমাদের দেশেই না সারাবিশ্বে প্রথম বিশ্বযুদ্ধের পর যে ধরনের দুর্ভিক্ষ হয়েছিল তারপর কোটি কোটি লোক মারা গিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরাও একই অবস্থার সম্মুখীন হয়েছিলাম। এটা নিয়ন্ত্রণ করতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে। আমি সকলকে সে আহ্বান জানাচ্ছি।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD