শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৩ পূর্বাহ্ন

সংবিধান সংস্কার কমিশনে যেসব প্রস্তাবনা দিলো বিএনপি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

সংবিধান সংস্কার কমিশনের কাছে দলীয় প্রস্তাবনা তুলে ধরেছে বিএনপি। মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ে সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজের কার্যালয়ে তার কাছে এই প্রস্তাবনা তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমেদ।

এ সময় আলী রিয়াজের সঙ্গে পৌনে এক ঘণ্টার মতো বৈঠক করেন সালাহউদ্দিন আহমেদ।

বৈঠক শেষে সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, আমরা প্রস্তাবনার মূল অংশে রাজনৈতিক ক্যারেক্টার (রাজনৈতিক চরিত্র) পরিবর্তন করার বিষয়ে প্রস্তাব করেছি।

তিনি বলেন, জনগণের যে আকাঙ্ক্ষা এবং জুলাই-আগস্টের শহীদের রক্তের অঙ্গীকার, তার চেতনা মাথায় রেখে ভবিষ্যতে যেন একনায়কতন্ত্রের সৃষ্টি না হয় সেই প্রস্তাবনাগুলো আমরা দিয়েছি।

সালাহউদ্দিন বলেন, আমরা প্রস্তাবনার মধ্যে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের কথা বলেছি, বলেছি পরপর দুবারের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। পার্লামেন্টে উচ্চকক্ষের কথা বলেছি।

এই বিএনপি নেতা আরও বলেন, নতুন করে উপ-প্রধানমন্ত্রী প্রস্তাব করেছি এবং জুডিসিয়ালের ব্যাপারে প্রস্তাবনা দিয়েছি। আইন বিভাগ, বিচার বিভাগসহ সব জায়গা প্রস্তাবনা দিয়েছি, যেন রাষ্ট্রে ভারসাম্য সৃষ্টি হয়।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD