রাজধানীর বনানী থানায় করা মাদক মামলায় প্রযোজক নজরুল ইসলাম রাজ ও তার সহযোগী সবুজ আলীর বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত।
সোমবার (২৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালত এ চার্জশিট গ্রহণ করেন। মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন আদালত। শুনানিকালে আসামিদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আবার তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর ঢাকার সিএমএম আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গিয়াস উদ্দিন।
উল্লেখ্য, গত ৪ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে বনানীতে নজরুল ইসলাম রাজের বাসা ও অফিসে অভিযান চালায় র্যাব। রাত সাড়ে ১০টার দিকে রাজকে তার বাসা থেকে বের করা হয়। তার বাসা থেকে মাদক জব্দ করা হয়। পরদিন আদালত এ দুই আসামির মাদক মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১০ আগস্ট রাজ ও সবুজ আলীর মাদক মামলায় আরও ২ দিন এবং পর্নোগ্রাফি মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১৮ আগস্ট রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর ২৯ আগস্ট রাজের আবার রিমান্ড আবেদন করে সিআইডি। আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করেন।