শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০৮ পূর্বাহ্ন

সাতক্ষীরায় ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

সাতক্ষীরায় ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোরের ঝিকরগাছা উপজেলার আকবর আলী গাজীর ছেলে আরিজুল গাজী (২৮), সাতক্ষীরার তালা উপজেলার শামসুর কবিরের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫) ও সুজনশাহ গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুস সেলিম (৩৫)।

বিসিক শিল্প নগরী এলাকার অ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের মোয়াজ্জিন জানান, তিনি ফজর নামাজের জন্য আযান দিতে মসজিদে ঢুকছিলেন। এমন সময় বাইরে একটি বিকট শব্দ শুনতে পান। আযান শেষে তিনিসহ কলেজের দুই নিরাপত্তাকর্মী বাইরে এসে দেখেন দুর্ঘটনার শিকার তিনজন সড়কের ওপর পড়ে আছে।

সাতক্ষীরা সদর থানার এস আই বিশ্বজিৎ সরকার জানান, ঘটনাস্থলে ট্রাক কোম্পানি আইসারের লোগো পড়ে থাকায় ধারণা করা হচ্ছে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে এ ঘটনা ঘটেছে। ট্রাকটি দ্রুত পালিয়ে গেছে বলে তাদের ধারণা।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের কাজ চলছে।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD