সুজন কুমার, নাটোর প্রতিনিধি : নাটোরে বড়াইগ্রামের জোনাইল ইউনিয়নে সরকারী তহবিল হতে ১৬-০৪-২০২০ ইং রোজ বৃহস্পতিবার সারাদিন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কর্মহীন মানুষ, ভ্যান চালক, দিনমজুরদের ১০ কেজি করে চাউল এবং ২ কেজি করে আলু বিতরণ করা হয়। জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক তোজাম ইউনিয়নের প্রায় ১০০ জনের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন।
পাশাপাশি তোজাম্মেল হক তোজাম তার আশ্বাস অনুযায়ী যারা কষ্টের কথা তার কাছে জানাচ্ছে তাদের তৎক্ষনাৎ খাদ্যসামগ্রী তুলে দিচ্ছেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বড়াইগ্রাম থানার এসআই আনোয়ার হোসেন, জোনাইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাাজেদুল ইসলাম সহ আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।