ডেস্ক রিপোর্ট : নিউ মেক্সিকোর হুয়ান রিওজ-এর সান্টাফে কাউন্টি অঞ্চলে বিশাল সেট ফেলে চলছিল হলিউড সিনেমা ‘রাস্ট’ এর দৃশ্য ধারণের কাজ। এই সিনেমার শুটিংয়ের অ্যাকশন দৃশ্য নিয়ে সবাই উত্তেজিত। এই ছবির প্রধান নায়ক ‘মিশন ইম্পসিবল’ খ্যাত অ্যালেক বল্ডউইন।
তিনি প্রতিপক্ষের দিকে তাক করেছিলেন প্রপ গান (নকল বন্দুক)! এই বন্দুকের ট্রিগার চাপতেই বেরিয়ে গেল গুলি! এ গুলিতে মারা যান হলিউডের ৪২ বছর বয়সী উদীয়মান নারী চিত্রগ্রাহক হ্যালাইনা হাটচিনস! তিনি এই ছবির প্রধান চিত্রগ্রাহক ছিলেন। গুরুতর আহত হয়েছেন সিনেমাটির পরিচালক।
২১ অক্টোবর নিউ মেক্সিকোতে হলিউডের ‘রাস্ট’ সিনেমার শুটিংয়ে এ ঘটনা ঘটে। মুহূর্তেই হুলস্থূল লেগে যায় শুটিং সেটে। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে আছেন পরিচালক জোয়েল সৌজা।
জানা যায়, নিউ মেক্সিকোর হুয়ান রিওজ-এর সান্টাফে কাউন্টি অঞ্চলে বিশাল সেট ফেলে চলছিলো ‘রাস্ট’ সিনেমার দৃশ্য ধারণের কাজ। এই দুর্ঘটনার পর বন্ধ রয়েছে শুটিং।
বিবিসির প্রতিবেদনে জানা গেছে, স্থানীয় পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত কারও নামে অভিযোগ দায়ের করা হয়নি।