বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন

সিরাজগঞ্জ শাহজাদপুরে রাতের আধারে পুকুরে বিষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

সিরাজগঞ্জের শাহজাদপুরে পারকোলা গ্রামে রাতের আধারে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল সংখ্যক মাছ মেরে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। এতে প্রায় ৬লাখ টাকা ক্ষতি হয়েছে বলে পুকুর লিজধারী ওয়ার্ড কাউন্সিলর বেলাল হোসেন জানিয়েছেন।

 

শাহজাদপুর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল হোসেন জানান, স্থানীয় মসজিদ-মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়নে ৩ বছরের জন্য সরকারি পাড়কোলা গ্রামের পুকুরটি শাহজাদপুর উপজেলা ভূমি অফিস থেকে গ্রামবাসী লিজ নেয়। পরে গ্রামবাসীর কাছ থেকে তিনি সাবলিজ নিয়ে মাছ চাষ শুরু করে। কয়েকদিন পর মাছ বিক্রি করার কথা ছিল। এ অবস্থায় মঙ্গলবার রাতে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে। এতে সব মাছ মরে ভেসে ওঠে। সকালে স্থানীয় দরিদ্ররা মরা মাছগুলো নিয়ে গেছে। এতে তার প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD