ময়মনসিংহের ভালুকায় তালাবদ্ধ ঘরে আপন তিন ভাই বোনের সিলিন্ডার বিস্ফোরণে আগুনে পুড়ে মৃত্যু হয়েছে।
রোববার (২০ ফেব্রুয়ারি) ভালুকার সিডস্টোর কাজী অফিস গলিতে রাত সোয়া নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ভালুকা থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- বড়বোন খাদিজা ৫, ছোট বোন রাদিয়া (২), ছোট ভাই রায়হান (৩)।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রাতে আল মামুন বলেন, রাত সোয়া নয়টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। নিহত শিশুদের বাবা সুমন রুবেলের বাসায় ভাড়া থাকতেন। ঘটনাস্থল থেকে পুড়ে যাওয়া হাত পা উদ্বার করা হয়েছে বলেও তিনি জানান।