করোনাভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এই ১০ দিন সরকারি ও বেসরকারি সব অফিস বন্ধ থাকবে।
তবে সরকারি ছুটির সময়ে সীমিত আকারে সরকারি অফিস চলবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সোমবার (২৩ মার্চ) সচিবালয়ে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
সচিব বলেন, সবার সঙ্গে আলোচনা করে করোনাভাইরাসের উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী মোট দশটি নির্দেশনা দিয়েছেন। তার মধ্যে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সীমিত আকারে সরকারি অফিস চলবে। কর্মকর্তা কর্মচারীরা এ সময় অনলাইনে নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করবেন এবং অফিস কার্যক্রম করবেন। তবে সরকারি অফিসসমূহের মধ্যে যাদের প্রয়োজন হবে, তারা অফিস খোলা রাখবেন।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বাস্থ্য সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।