শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :

সুতার ঘোষণায় সিগারেটের বিশাল চালান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

সুতা আমদানির ঘোষণা দিয়ে আনা প্রায় পৌনে ২ কোটি টাকার শলাকা বিদেশি সিগারেট জব্দ করেছে চট্টগ্রাম কাস্টম হাউস।

গতকাল সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে চীন থেকে আসা চালানটি খুলে এসব সিগারেট পান কাস্টমস কর্মকর্তারা। চালানটি আনা হয় পাবনার ঈশ্বরদী ইপিজেডের তিয়ানে আউটডোর (বিডি) কোম্পানি লিমিটেডের নামে। চালানটিতে সুতা আমদানির ঘোষণা দেওয়া হলেও এসেছে উচ্চ শুল্কের বিদেশি সিগারেট।

কাস্টমন হাউজ সূত্রে জানা গেছে, চীন থেকে চালানটি চট্টগ্রাম বন্দরে আসে। চালানটি খালাসের জন্য গত ২২ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে বিল অব এন্ট্রি দাখিল করে চট্টগ্রামের স্ট্যান্ড রোডের সিঅ্যান্ড এফ এজেন্ট ক্রোনি শিপিং করপোরেশন (প্রা.) লিমিটেড। চালানটিতে মিথ্যা ঘোষণায় পণ্য এসেছে সন্দেহ হওয়ার পর গত (২৬ ফেব্রুয়ারি) খালাস কার্যক্রম স্থগিত করা হয়।

সোমবার কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থা, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধির উপস্থিতিতে কনটেইনারটি খুলে চালানটি শতভাগ পরীক্ষা করা হয়। এসময় কন্টেইনার থাকা ৮৭৭টি কার্টনে এক কোটি ৬৮ লাখ ৩০ হাজার শলাকা সিগারেট পাওয়া যায়।

চট্টগ্রাম কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার সালাউদ্দিন রিজভী আরটিভি নিউজকে বলেন, পণ্য চালানটিতে শর্তসাপেক্ষে আমদানি যোগ্য ও উচ্চ শুল্কের পণ্য সিগারেট আমদানি করে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD