গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে সুনামগঞ্জ শান্তিগঞ্জে আক্তাপাড়া গ্রামে ৪টি বসতঘর আগুনে পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ঘরের খাট, টিভি, শোকেসসহ নগদ টাকা, বাড়ির দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।
মঙ্গলবার (১ আগস্ট) রাত সাড়ে ৯টায় আক্তাপাড়া গ্রামের নুরুল ইসলামের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। পরে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, আক্তাপাড়া গ্রামে নুরুল ইসলামের স্ত্রী রাতের রান্না শেষে গল্প করছিলেন ৷ হঠাৎ করেই বিকট শব্দ শুনে রান্না ঘরে গিয়ে দেখেন ভয়াবহ আগুন৷ মুহূর্তেই সেই আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে। এসময় তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে ফায়ার সার্ভিসে খবর দিয়ে আগুন নেভাতে থাকেন। তবে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় ৪টি ঘর পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জিসান রহমান নাবিক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রান্না ঘারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মূলত আগুনের সূত্রপাত। আমরা অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় চারটি টিনের ঘর পুড়ে গেছে। এছাড়া, ঘরের কিছু জিনিসপত্র পুড়ে গেছে।