আরও এক বছর বেড়ে গেলো মিঠুন চক্রবর্তীর। মঙ্গলবার (১৬ জুন) ৬৮ বছরে পা দিয়েছেন বলিউডের জনপ্রিয় এই তারকা। তবে এ বছর তার জন্মদিন উপলক্ষে কোন আয়োজন করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
মহামারি করোনাভাইরাস ও বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত চলে যাওয়ায় এ বছর জন্মদিন উদযাপন না করার সিদ্ধান্ত নিয়েছেন মিঠুন চক্রবর্তী।
বিষয়টি নিশ্চিত করে মিঠুন চক্রবর্তীর ছেলে নমশি বলেন, “বাবা এ বছর তার জন্মদিন উদযাপন না করার সিদ্ধান্ত নিয়েছেন। একইসঙ্গে তিনি সকলকে বাড়িতে থাকার আহ্বান জানিয়েছেন।”
রোববার (১৪ জুন) মুম্বাইয়ের বান্দ্রার নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন সুশান্ত সিং রাজপুত। বিষণ্নতার কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
এ প্রসঙ্গে নমশি সকলকে অনুরোধ করে বলেন, “আপনারা আপনাদের পরিবার এবং বন্ধুদের জন্য প্রতিদিন সময় বের করুন এবং তাদের সঙ্গে সবকিছু নিয়ে আলোচনা করুন। কারণ বিষণ্নতা সবচেয়ে বড় খুনি।”