বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সম্পর্কের পর থেকেই খরচের হিসেব রাখতেন রিয়া চক্রবর্তী।
অভিনেতার অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণে অর্থ তুলে সুশান্তের পাবনা লেকের বাগান বাড়িতে বিভিন্ন সময়ে পার্টি করতেন রিয়া। দাবি করলেন বাড়িটির ম্যানেজার।
ভারতীয় গণমাধ্যমে তিনি জানান, রিয়া চক্রবর্তী, সৌভিক চক্রবর্তীরা প্রায়ই সুশান্তের পাবনা লেকের বাগান বাড়িতে হাজির হতেন। সৌভিককে তিনি প্রায় সব সময়ই ধূমপান করতে দেখতেন। পাশাপাশি সৌভিক বিভিন্ন সময় মদ্যপান করে অস্বাভাবিক অবস্থায় থাকতেন।
ম্যানেজার বলেন, সুশান্তের সাবেক ম্যানেজার রজত মেওয়াটি তাকে জানিয়েছিলেন, রিয়া কীভাবে বিপুল খরচ করতেন সুশান্তের অ্যাকাউন্ট থেকে। রিয়ার খরচের হিসেব করতে গিয়ে সুশান্ত একবার আঁতকে উঠেছিলেন।
লাইটনিউজ