শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়াশহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া
দিনরাত করোনাভাইরাস আক্রান্ত রোগীর সেবা দিতে গিয়ে নিজেই আক্রান্ত হয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া। কোভিড-১৯ টেস্টে পজিটিভ আসার পর নিজ হাসপাতালেই ভর্তি হয়ে করোনার সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি।
ডা. উত্তম কুমার বড়ুয়া গত শনিবার (১৩ জুন) বিকেলে হাসপাতালের তিন নম্বর ওয়ার্ডে ভর্তি হয়েছেন। হাসপাতালটি এখন নন-কোভিড হাসপাতাল। পরবর্তীতে কোভিড হাসপাতালে রূপান্তরিত করার তালিকায় রয়েছে। অনেক হাসপাতালে সাধারণ রোগী ফেরত দেওয়ার খবর পাওয়া গেলেও এই হাসপাতালটির বিষয়ে তেমন অভিযোগ পাওয়া যায়নি। নিরবচ্ছিন্ন চিকিৎসা দিতে গিয়ে এ পর্যন্ত ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারী মিলে ১৬৮ জন করোনা আক্রান্ত হয়েছেন।
অনেকেই চিকিৎসা শেষে আবার কর্মস্থলে যোগ দিয়েছেন। প্রথম দিকে অনেকের মধ্যে আতঙ্ক থাকলেও পরিচালক উত্তর কুমারের গ্রুমিংয়ে সবাই মনোবল ফিরে পান। মনোবল বাড়াতে মানসিক ডাক্তারদেরকেও ব্যবহার করেন তিনি।
উত্তম কুমার সুস্থতার জন্য সকলের দোয়া চেয়েছেন। তিনি সুস্থ হয়ে আবারও রোগীদের সেবায় নিয়োজিত হতে চান।
লাইট নিউজ