মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫৯ পূর্বাহ্ন

সেরা সঙ্গীতশিল্পীর সম্মাননা পেলেন আসিফ আকবর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২০

৭ম বিএমজেএ ‘মিউজিক অ্যাওয়ার্ড-২০১৯’-এ সেরা সঙ্গীতশিল্পী হিসেবে সম্প্রতি জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের নাম ঘোষণা করে বাংলাদেশ মিউজিক জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ)।

ইথুন বাবুর কথা ও সুরে এবং ইবি এন্ড রোজেনের সংগীত পরিচালনায় ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশিত আসিফ আকবরের গাওয়া ‘চুপচাপ কষ্টগুলো’ গানটির জন্য তাকে সেরা সঙ্গীতশিল্পীর পুরস্কারে ভূষিত করা হয়।

আর এই পুরস্কারের ক্রেস্ট ও সার্টিফিকেট গত ৩ অক্টোবর রাতে আসিফ আকবরের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান আর্ব’র কার্যালয়ে তার হাতে তুলে দেন বিএমজেএ’র অর্থ সম্পাদক রুহুল সাখাওয়াত ও সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান রিজভী।

সেরা সঙ্গীতশিল্পীর ক্রেস্ট ও সার্টিফিকেট হাতে পেয়ে আসিফ আকবর বিএমজেএ কে ধন্যবাদ জানান। এছাড়া তিনি তার শ্রোতা ও ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা জানান। আগামীতেও তিনি যেন গান গেয়ে এভাবেই সকলের মন জয় করতে পারেন সেজন্য সকলের দোয়া ও ভালোবাসা কামনা করেন।

৭ম বিএমজেএ ‘মিউজিক অ্যাওয়ার্ড-২০১৯’-এ আজীবন সম্মাননায় ভূষিত করা হয়েছে বরেণ্য সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিনকে।

এছাড়া সঙ্গীতের অন্যান্য ক্ষেত্রের বিজয়ীরা হলেন সেরা গীতিকার- আসিফ ইকবাল, সেরা সুরকার- প্রিন্স মাহমুদ, সেরা সংগীত পরিচালক- হাবিব ওয়াহিদ, সেরা শিশুশিল্পী- আতিকা রহমান মম, সেরা প্রযোজনা প্রতিষ্ঠান- ধ্র–ব মিউজিক স্টেশন।

প্রসঙ্গত, করোনা সংক্রমণের কারণে এবার প্রথাগত ভাবে সরাসরি মঞ্চে পুরস্কার ঘোষণা ও প্রদানের বদলে বিএমজেএ প্রথমবারের মতো অনলাইনে পুরস্কার ঘোষণা করে ও পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট পৌঁছে দেয়।

লাইটনিউজ

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD