চলতি মাসের শেষ দিকে সিলেটে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজ ও জুনে ভারতে অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে অনুশীলন ক্যাম্প করতে সৌদি আরব গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বর্তমানে মদিনা শহরে অনুশীলন করছে জামাল ভুঁইয়ারা।
সৌদিতে অনুশীলনের পাশাপাশি দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বলে আগেই জানিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ম্যাচ দুটি আয়োজনের কথা জানালেও প্রতিপক্ষ নিশ্চিত ছিল না। অবশেষে দুটি প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ পেয়ে গেছে বাংলাদেশ।
আগামী ১৫ মার্চ আফ্রিকার দেশ মালাউইয়ের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি হবে সৌদির স্থানীয় ক্লাব ওহুদ মদিনা এফসির বিপক্ষে।
বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ জানিয়েছেন, ‘আমাদের দল সৌদি আরবে অনুশীলনরত রয়েছে। আফ্রিকান দেশ মালাউই সেখানে অবস্থান করছে। সে হিসেবে উভয় দলের আগ্রহ ও সম্মতির ভিত্তিতে সৌদির মাটিতে অনুষ্ঠিত হবে একটি প্রীতি ম্যাচ। পরবর্তীতে মালাউই জাতীয় দল ছাড়াও মদিনার ক্লাব ওহুদ মদিনা এফসির সঙ্গেও বাংলাদেশ একটি ম্যাচ খেলবে।’
মালাউই দেশের নামটি অপরিচিত হলেও ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক ভালো অবস্থানে রয়েছে। বাংলাদেশের র্যাংকিং যেখানে ১৯২, সেখানে মালাউই এর অবস্থান ১২৪।
এদিকে মালাউই এবং বাংলাদেশের ম্যাচটি ফিফা উইন্ডোর বাইরে হলেও ফিফা টায়ারে অন্তর্ভুক্ত হবে বলেও জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।
এর আগে সৌদির স্থানীয় কোনো দলের সঙ্গে একটি ম্যাচ খেলানোর পরিকল্পনা করেছিল বাফুফে। তাই আফ্রিকার একটি জাতীয় দলের সঙ্গে খেলার সুযোগটি বাংলাদেশের জন্য বাড়তি পাওয়া। যা বাংলাদেশের জন্য বেশ উপকারী হবে বলে মনে করছে বাফুফে।