শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন

স্টার জলশা দেখতে না পারায় ছাত্রীর আত্মহত্যা!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২০

 

স্টার জলশার সিরিয়াল দেখতে না দেওয়ায় নওগাঁর সাপাহারে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে নুশরাত জাহান (টুনি) নামে অষ্টম শ্রেণীর পড়ুয়া এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলা সদরের জয়পুর গ্রামে।

জানা গেছে, ওই রাতে উপজেলা সদরের জয়পুর গ্রামে বসবাসকারী আব্দুর রফিকের ৮ম শ্রেণীতে পড়য়া ওই মেয়ে ঘরে বসে স্টার জলশার সিরিয়াল দেখছিল। এমন সময় তার বাবা লেখাপড়া বাদ দিয়ে মেয়েকে টিভি দেখতে বারণ করে এবং মেয়ের হাত থেকে রিমোর্ট কেড়ে নেয়। এতে বাবার ওপর অভিমান করে মেয়ে টুনি ঘর থেকে বেরিয়ে সবার অজান্তে রান্না ঘরে ঢুকে দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। বেশ কিছুক্ষণ সময় পার হলে মেয়ে ঘরে না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি।

এক পর্যায়ে রান্না ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় মেয়েকে উদ্ধার করলে ততক্ষণে তার প্রাণপাখী খাঁচা ছেড়ে বেরিয়ে গেছে।

সংবাদ ছড়িয়ে পড়লে রাতেই সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই নিজে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

লাইট নিউজ/আই

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD